Tuesday, March 6, 2018

ডিম সমাচার

লেখক চৌধুরী শামীম 

ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে ১৮৮৬ সালের এক ম্যাচে প্রিন্স অব ওয়েলস খেলতে নেমেছিলেন। ব্যাট করতে নেমে শুন্য রানেই ফিরতে হয়েছিলো তাকে। পরের দিনই এই খবর প্রচার হয়ে যায়। 


খবরের কাগজে শিরোনাম হয়, ‘প্রিন্স রিটায়ার্ড টু দ্য রয়্যাল প্যাভিলিয়ন অন আ ডাক’স এগ’। ঐতিহাসিক দিকে থেকে এটাই মূল কারণ। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ আবার মনে করেন, শুন্য (০) দেখতে অনেকটা হাঁসের ডিমের মতো লাগে বলেই নাকি নাম হয়েছে ‘ডাক’। 



ক্রিকেটে প্রচলিত ডাক বা ডিমঃ
#গোল্ডেন ডাকঃ যখন ব্যাটসম্যান প্রথম বলেই ডিম পাড়েন।
#সিলভার ডাকঃ দ্বিতীয় বলে ডাক।
#ব্রোঞ্জ ডাকঃ তৃতীয় বলে ডাক।
#ডায়মন্ড ডাকঃ কোন বল না খেলেই ডাক, সাধারনত নন স্ট্রাইকার ব্যাটসম্যান যখন রান আউট হন।
#গোল্ডেন গুজ (Golden Goose): নিজের প্রথম আন্তর্জাতিক বা প্রথম শ্রেনীর ক্রিকেটের প্রথম বলে আউট।
#লাফিং গুজঃ প্রথমে বলেই আউট এবং সাথে সাথে দল অল আউট যেমন লাস্ট ব্যাটসম্যানের গোল্ডেন ডাক।
#টাইটেনিয়াম ডাকঃ যখন ব্যাটসম্যান ইনিংসের প্রথম বলেই ডায়মন্ড ডাক হন।
#পেয়ার (Pair): যখন ব্যাটসম্যান টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ডাক করেন। ****বাংলাদেশের হাবিবুল বাশারের এই অভিজ্ঞতা আছে।***
#কিং পেয়ারঃ যখন ব্যাটসম্যান টেস্ট ম্যাচের দুই ইনিংসেই গোল্ডেন ডাক করেন।

কোন রান না করেই আউট হলেন, বলা হবে আপনি ‘ডাক’ মেরেছেন। সেই ‘ডাক’ এর আবার রকমফেরও আছে। ‘গোল্ডেন ডাক’, ‘ডায়মন্ড ডাক’ ইত্যাদি। কিভাবে জন্ম হলো এই মজার শব্দটির? 

No comments:

Post a Comment