Tuesday, March 6, 2018

লিস্ট 'এ' ক্রিকেটে আমাদের ক্রিকেট গুরু মাশরাফির ডাবল হ্যাটট্রিক

 লেখক আমাদের প্রিয় শামীম চৌধুরী ভাই।

ইতিহাসের অষ্টম বোলার হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল হ্যাটট্রিকের পাশাপাশি ৯.৫ ওভারে ৪৪ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন ম্যাশ।


ফতুল্লায় অগ্রণী ব্যাংকের সঙ্গে ম্যাচে এই কীর্তি গড়েছেন আবাহনীর এই দেশ সেরা পেসার, শেষ ওভারের ২য় থেকে ৫ম বলে তিনি আউট করেছেন চারজনকে। লিস্ট ‘এ’-তে এই কীর্তি এর আগে আছে মাত্র সাতজনের। অ্যালান ওয়ার্ড, শন পোলক, ভাসবার্ট ড্রেকস, লাসিথ মালিঙ্গা, ডেভিড পেইন, গ্রাহাম নেপিয়ার ও শ্রীকান্ত মুন্ধে এর আগে গড়েছিলেন এই কীর্তি। 

অগ্রণী ব্যাংকের ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসেছিলেন মাশরাফি। প্রথম বলে রাজ্জাক সিঙ্গেল নিয়ে দিয়েছিলেন ধীমান ঘোষকে, সেই ধীমানই প্রথমে ক্যাচ দিয়েছেন। পরের বলে ক্যাচ দিলেন রাজ্জাক। এরপর শফিউল- মাশরাফির লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক । তারপর উইকেটকিপার মিঠুনকে ক্যাচ দিলেন ফজলে রাব্বী। চার বলে চার উইকেট উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন মাশরাফি!


অভিনন্দন ম্যাশ

No comments:

Post a Comment