Tuesday, March 6, 2018

ডিমের রাজা

 ডাকের রাজা আফ্রিদির জন্মদিনে লেখক চৌধুরী শামীমের মজার লেখা।

ক্রিকেটে এই ডাক বা ডিমের রাজা হচ্ছেন পাকিস্তানী ক্রিকেটার শহীদ আফ্রিদি। যাকে ডাকফ্রিদি নামেও ডাকা হয়! তিনি তার ক্যারিয়ারে মোট ৮০ বার ডাক করেছেন, এর ভেতর ৪৪ বারই আন্তর্জাতিক ক্রিকেটে। আর ৩৬ বার বিভিন্ন ঘরোয়া ক্রিকেটে।

আফ্রিদির ৪৪ আন্তর্জাতিক ডাকের ভেতর রয়েছে ২৪ টি সোনালি ডিম অর্থাৎ গোল্ডেন ডাক। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ বার ডাক হয়েছেন আফ্রিদি। এখানে দ্বিতীয় হলেও একটা জায়গায় তিনিই প্রথম, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার গোল্ডেন ডিমের মালিক আফ্রিদি!

তবে, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডিমের সংখ্যা মুরালিধরনের, ৫৯ বার হাঁসের ডিম তার। (সংখ্যার হেরফের সংশোধনযোগ্য)


The King of Ducks


যেহেতু আজ ডাকবাবা আফ্রিদির জন্মদিন সেহেতু আজ হাঁসের ডিম নিয়েই বেশি কথা হচ্ছে! কেউ বিরক্ত হলে এড়িয়ে যেতে পারেন!!!

বাই দ্যা ওয়ে , ক্রিকেটে বিখ্যাত একটি ডাকের ঘটনা আছে যেটি “বোম্বে ডাক” হিসেবে পরিচিত। অজিত আগারকার মুম্বাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সপ্তম ডাক মেরেছিলেন। ভারত যখন অস্ট্রেলিয়া সফরে যায় তখন আগারকার টানা পাঁচটা ডিম পাড়েন, ফিরতি সফরের প্রথম টেস্টে মুম্বাইতে আবারো দুই ইনিংসে শূন্য রানে আউট হয়ে “বোম্বে ডাক” নাম অর্জন করেন। তার অন্য নিকনেম 007!


Agarkar with his wife
 

1 comment: